Wednesday, March 24, 2021

দেবহাটার সজিনা যাচ্ছে ঢাকায় https://ift.tt/eA8V8J

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকাতে এবার সজিনার বাম্পার ফলন হয়েছে। আর সেই ফলনে চাষীরা তাদের এলাকার চাহিদা মিটিয়েও রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকাতে সরবরাহ করছে। আর যার কারণে এই সজিনা চাষে চাষীরা অনেক লাভবান হচ্ছেন বলে জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এবারও সজিনার বাম্পার ফলন হয়েছে। উপজেলাসহ জেলার চাহিদা মিটিয়ে সজিনা এখন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

প্রতিদিন পাইকারী ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন বাজার থেকে সজিনা ক্রয় করে মোকামে বিক্রি করছে। আবার অনেক ব্যবসায়ী প্রতিবছরের মতো এবারো এলাকা থেকে সজিনা ক্রয় করে তা প্রক্রিয়াজাত করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করছেন। চাষীরা জানান, মৌসুমের শুরুতে ১০০-১২০ টাকা কেজি দরে সজিনা বিক্রয় হয়েছে লোকাল বাজারে। তবে কিছুদিন পরে বর্তমানে তা কমে ৫০-৬০ টাকায় এসে দাঁড়ায়। গ্রামে-গঞ্জে, হাটে-বাজার ভরপুর সজিনাতে। তবে রাজধানী ঢাকাতে এখনো সজিনা দাম কেজি প্রতি ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। যার কারনে ব্যবসায়ীরা এখনো প্রতিদিন ট্রাকে করে বিভিন্ন এলাকা থেকে সজিনা ক্রয় করে তা প্রক্রিয়াজাত করে ঢাকায় পাঠাচ্ছেন। উপজেলা কৃষি অফিসে সজিনা চাষের সঠিক পরিসংখ্যান না থাকলেও ৪/৫ হেক্টরের বেশি জমিতে আবাদ হতে পারে বলে চাষীদের দেয়া সূত্র মতে জানা গেছে। সজিনা ব্যবসায়ী মজুসহ একাধিক ব্যবসায়ী জানান, প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজার থেকে সজিনা ক্রয় করে ঢাকাসহ বিভিন্ন মোকামে পাঠানো হচ্ছে। বর্তমানে কেজি প্রতি সজিনা ৬০/৭০ টাকা দরে কিনে এনে তা বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা আবার প্রকারভেদে ১৫০-১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, সজিনা খুবই একটি উপকারী সবজি। গরমে সজিনা খেলে অনেক উপকার হয়। তাছাড়া রোগবালাই প্রায় নেই এবং উৎপাদন খরচ খুব কম হওয়ায় এটি একটি লাভজনক সবজি। তাই কৃষকদের সজিনা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং সজিনা উৎপাদনকারীদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে শরীফ মোহাম্মদ তিতুমীর জানান।

The post দেবহাটার সজিনা যাচ্ছে ঢাকায় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cmIJO9

No comments:

Post a Comment