রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে ২০২০/২০২১ অর্থবছরের জন্য সরকারের অসামরিক খাতের ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত কর্মচারীর (ডাক, তার ও দূরালাপনী বাংলাদেশ রেলওয়ে বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগ নিযুক্ত কর্মচারীরা ছাড়া) এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের তালিকাভূক্ত স্বায়ত্ব শাসিত সংস্থার কর্মরত (১১ থেকে ২০তম গ্রেড) কর্মচারীর সন্তানদের এবং সহকারী ও বোর্ডের তালিকাভূক্ত স্বায়ত্বশাসিত সংস্থার অক্ষম অবসরপ্রাপ্ত কর্মচারীর সন্তানদের আহ্বান করা হয়। কিন্তু কৈখালী ও রমজাননগর ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকরা শিক্ষার্থীদের নিকট থেকে ৫০ টাকা হারে ফরম বিক্রি করছে। আর সেই ফরম নিয়ে অভিভাবকরা ছুটছে ভেটখালী বাজারের কম্পিউটারের দোকানে অনলাইন করার জন্য। সেখানে নিচ্ছে ৫০ টাকা থেকে ১৫০ টাকা অনলাইন খরচ। এব্যাপারে মোবাইলের মাধ্যমে শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা কিছুই জানে না বলে জানান। এদিকে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসারের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এরকম কোনো অফার ও দিক নিদর্শনা নেই। এেিদকে ভেটখালী বাজারে কম্পিউটার ব্যাবসায়ী গাজী ডিজিটাল সার্ভিস সেন্টার, সুন্দরবন ডিজিটাল স্টুডিও ব্রাদার্স কম্পিউটার ও স্টুডিও অনলাইনে ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, আমাদের কাছে আসলে আমরা কি করতে পারি। তবে এবিষয় কম্পিউটার ব্যবসায়ীদের কাছে টাকা নেওয়ার বিষয় জানতে চাইলে তারা বলেন, আমরা আমাদের অনলাইন খরছ বাবদ কিছু খরচের টাকা নিচ্ছি। বিষয়টির ব্যাপারে ছাত্র-ছাত্রীর অভিভাবকেরা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছেন।
The post উপবৃত্তির নামে ছাত্র-ছাত্রীদের কাছে ফরম বিক্রির অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3rhDmEE
No comments:
Post a Comment