এমএ রহিম, বেনাপোল (যশোর): জমে উঠেছে স্থলবন্দর বেনাপোলের দ্বিতীয় বৃহৎ ব্যাবসায়ি সংগঠন ট্রান্সপোর্ট মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো বন্দর এলাকা।
নির্বাচনী জোয়ারে কাপছে যশোর ঝিকরগাছা নাভারন শার্শা ও বেনাপোল এলাকা। জোরে সোরেই চলছে প্রচারণা। বেনাপোল কাস্টম হাউজের সামনে নির্বাচনী ক্যাম্পগুলোতে দিনভর থাকছে ভোটার সমর্থকদের পদভারে মুখরিত। ৬মার্চ নির্বাচনকে ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। ২টি প্যানেলে ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। কে পরবে জয়ের মালা এমনি গুঞ্জন সর্বত্রই।
আর মাত্র ২ দিন পর শনিবার অনুষ্ঠিত হবে বেনাপোল ট্র্যান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। সনি-রিপন সমমনা পরিষদ ও রবি-আজিম সম্মিলিত ঐক্যপরিষদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্ভাবনা দেখছেন ভোটার ও স্থানীয়রা। আইনী জটিলতায় দীর্ঘ ১৩ বছর পর হচ্ছে নির্বাচন। প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছে সনি রিপনের নতুন প্যানেল। তবে পুরাতন প্যানেল রবি-আজিম পরিষদের সদস্যরা ভোট চাইছেন কৌশলে। জয়ের ব্যাপারে আশাবাদি স্ব স্ব প্যানেলের কর্মি সমর্থক ও ভোটাররা রবি-আজিম সম্মিলিত ঐক্য পরিষদের সহসভাপতি প্রার্থী মসিউর রহমান ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘদিন সেবা দিয়ে আসছেন তারা। বিপদে আপদে পাশে থেকে করেছেন কাজ ফলে তাদেরকেই বিজয়ী করবেন ভোটাররা।
সনি-রিপন সমমনা পরিষদের সহ-সভাপতি প্রার্থী ইদ্রিস আলী ইদু বলেন, পরিচ্ছন্ন ও শিক্ষিত এবং উপযুক্ত প্রার্থী-সনি-রিপন প্যানেলকে বেছে নেবেন ভোটাররা। তাদের আন্দলনের ফসল এই নির্বাচন। ক্ষমতা ভাগাভাগি করা নেওয়া সহ বিভিন্ন সুদুর প্রসারী পরিকল্পনা নিয়েই জয়ের লক্ষে মাঠে নেমেছেন। শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদি তারা। ভোটার রা এবার পরিবর্তন চান। সব অনিয়ম জড়তার জবাব দিবেন ভোটের মাধ্যমে।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচনে সনি রিপন সমমনা পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মো. নুরুজামান রিপন-বলেন, এক নায়ক তন্ত্র ও স্বেরাচারী তন্ত্রসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মধ্যদিয়ে পরিচালিত হচ্ছিল ট্যান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। দীর্ঘ১৩বছর পর নির্বাচন হওয়ায় সদস্যদের মধ্যে কর্ম ও প্রানচাঞ্চল্য এবং নবচেতনার সৃষ্টি হয়েছে। পরিবর্তনের লক্ষে, নব নের্তৃত্বের পক্ষে, যেখানে সমস্যা সেখানেই সমাধান স্লোগানে নির্বাচনে অংশগ্রহণ করছেন সনি-রিপন পরিষদের প্রার্থীরা। দীর্ঘদিন পর ভোটাররা তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে এজন্য পুরো প্যানেল জয়ের ব্যাপারে আশাবাদি তারা।
তবে গণমাধ্যম কর্মিদের সাথে কথা বলতে ও ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি রবি-আজিম সম্মিলিত ঔক্য পরিষদের সাধারন সম্পাদক প্রার্থী মো. আজিম উদ্দিন গাজি। থলের বিরাল বেরিয়ে যাওয়ার ভয়ে ভোটের সময় গনমাধ্যমকে এড়িয়ে চলছেন বলে জানান ভোটার ও স্থাণীয়রা। তবে ভোট প্রার্থনায় রবি-আজিম পরিষদ এগিয়ে থাকার দাবী ব্যাবসায়িদের। নির্বাচনের তারিখ যতই ঘুনিয়ে আসছে ততই নতুন প্যানেলের জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা বাড়ছে বলে জানান ভোটাররা। তুমুল প্রতিদ্বন্দিতার সম্ভাবনা দেখছেন তারা।
The post জমে উঠেছে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3e5cCDz
No comments:
Post a Comment