নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ৩২দলীয় ক্লেমন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় যশোর ক্রিকেট একাদশকে ৮ উইকেটে হারিয়েছে সাতক্ষীরা ক্রিকেট একাদশ।
২৩ মার্চ (মঙ্গলবার) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কলারোয়া ক্রিকেট একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের চতুর্থ খেলায় সাতক্ষীরা ক্রিকেট একাডেমী টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
যশোর ক্রিকেট একাডেমী ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে নামিন ২২ বলে ৩৯ রান, সাদমান ৩৬ বলে ২৮ রান ও নাছিম ১৩ রান করেন।
বোলিংয়ে সাতক্ষীরা ক্রিকেট একাদশের পক্ষে অঞ্জন ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট, শান্ত ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট ও রাদিব ৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।
সাতক্ষীরা ক্রিকেট একাডেমী ১৪৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৪ ওভার খেলে ২টি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়। দলের পক্ষে অঞ্জন ৩৩ বলে ৫৬, শান্ত ৪০ বলে ৫৩ রান ও রাবিদ ৬ বলে ১৬ রান করেন। বোলিংয়ে যশোর ক্রিকেট একাডেমীর নামিন ও তাসবীর ১টি করে উইকেট লাভ করেন। ফলে সাতক্ষীরা ক্রিকেট একাদশ ৮ উইকেটের বিশাল জয় পায়। আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাকিব হাসান ও শাওন। স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাস, সাঈফ ও মিরাজুল। ধারাবিবরণীতে ছিলেন জাহাঙ্গীর হোসেন। ম্যাচটি উদ্বোধন করেন কলারোয়া উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।
ক্রিকেট প্রেমী অনেক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কলারোয়া ক্রিকেট একাডেমীর কোচ ও পরিচালক নাজমুল হাসনাইন মিলন, ক্রিকেট প্রেমী রাব্বি, রিসাত, প্রিন্স, তপু, সিয়াম প্রমুখ।
The post কলারোয়ায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় যশোরকে হারিয়েছে সাতক্ষীরা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3tJSonF
No comments:
Post a Comment