ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার চুকনগরে মাস্ক না পরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াদুদ। সংশ্লিষ্ট সুত্র জানায়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রম রোধে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ অভিযান পরিচালিত হয়। তারই অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলার বৃহত্তম বাণিজ্যিক নগরী চুকনগর শহরে মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রমন রোগ নিরোধ আইন ২০১৮ এর ২৫(২) ধারায় অসিম রায়, প্রশান্ত অধিকারী, আব্দুল লতিফ, নুর ইসলাম, জাকির হোসেন ও আব্দুস সালাম প্রত্যেককে ৫শ’ টাকা করে ৩ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে মিষ্টি দোকানী গোবিন্দ তরফদারকে ১ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।
The post ডুমুরিয়ায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lH9csF
No comments:
Post a Comment