আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে আইন-শৃংখলা, মানুষের জানমাল রক্ষা ও সার্বিক নিরাপত্তা বিষয় নিয়ে উপজেলার সকল গ্রাম পুলিশদের সাথে জরুরী আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির।
বুধবার দুপুরে থানা চত্বরে এ জরুরী আলোচনায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির বলেন, কোথাও কোন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া ও চোর-ডাকাতসহ বিভিন্ন অপরাধ কর্মকা- ও অনিয়ম দুর্নীতিসহ সকল অপরাধ এবং গরু চুরি হচ্ছে কিনা সেটা আমাকে জানাবেন। এছাড়া রাতের বেলা কোন ব্যক্তি ভ্যান বা গাড়িযোগে গরু বহন করলে সেটা সঙ্গে সঙ্গে থানাকে অবহিত করতে হবে। তিনি আরও বলেন, বড়দল ব্রিজ, তেঁতুলিয়ার ব্রিজ, দরগাহপুর ব্রিজ, কুল্যার ব্রিজ, মহিষাডাঙ্গা ব্রিজ, সরাফপুর ব্রিজ, শোভনালী ব্রিজ, চাপড়া ব্রিজ, মানিকখালী ব্রিজসহ উপজেলার সীমান্তবর্তী মেইন সড়কে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ও গরু চুরি না হওয়ার জন্য গ্রামপুলিশদের বাঁশ বেরিকেড দিয়ে টহল দেওয়ার নির্দেশ প্রদান করেন। এসময় এসআই সেলিম, এসআই ফকির জুয়েল রানা, ডিউটি অফিসার এসআই শফিউল্ল¬াহ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
The post আশাশুনি থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3uTF69l
No comments:
Post a Comment