আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে থানা পুলিশের অভিযানে দুই গরু চুরির অভিযোগে নছিমনসহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আশাশুনি থানার এসআই সেলিম, এসআই মামুন ও সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের সহযোগিতায় সঙ্গীয় ফোর্স সাতক্ষীরা সদরের আবাদের হাটে গরু বেচাকেনা কালে হাতেনাতে তাদেরকে নছিমনগাড়ি ও গরুসহ আটক করেন। আটককৃতরা হলেন খুলনা জেলা কয়রা উপজেলার জায়গীরমহল গ্রামের মৃত কওছার মোল্যার ছেলে মহিন আলী (২৮)। আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের রাউতাড়া গ্রামের নজু সরদারের ছেলে আজিজুর রহমান (৩২)। উল্লেখ্য চোরাইকৃত গরু মালিকের নিকট জিম্মা রাখা হয়। এ ব্যাপারে আশাশুনি থানায় মামলা রুজু হয়েছে। আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
The post আশাশুনিতে গরু চুরির অভিযোগে দু’জন আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Prj1id
No comments:
Post a Comment