Wednesday, March 24, 2021

সাতক্ষীরার বধ্যভূমি উদ্ধার ও সংরক্ষণ https://ift.tt/eA8V8J

অধ্যাপক ইদ্রিস আলী
বাংলা ভাষা ও বাঙালি জাতি, বাংলাদেশ ও দেশের জনগণের ঐক্যের ঠিকানা মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা নিয়ে সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। পরিবার, সমাজ ও রাষ্ট্র পরস্পর সংঘার্ষিক নয়, বরং ঐক্যের প্রতীক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ নানান জাত-পাতের ঐক্যের ঠিকানা, ভালবাসা, ভাল লাগার ঠিকানা হলো মুক্তিযুদ্ধের চেতনা। সর্বক্ষেত্রে মুক্ত বুদ্ধি চর্চা এবং প্রকৃতির নির্মল বাতাসে অবগাহনের সুতীব্র আকাক্সক্ষা নিয়ে গণতন্ত্র চর্চা করা ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা যায়। সারাদেশের চিত্র পত্র-পত্রিকার মাধ্যমে, টেলিভিশন, যোগাযোগ মাধ্যমে আমরা যা জানছি, তা দিয়ে সান্ত¡না আসেনা। মনের মধ্যে হতাশা, কষ্টের যন্ত্রণায় আমরা বেশ অস্থিরতায় আছি। সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়নে কি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বা শহিদ মিনার আছে। জনগণের খুব কাছের জনপ্রতিনিধি হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বরগণ। তারা কি বাঙালি জাতির মধ্যে ভ্রাতৃত্বে বন্ধন চান? ভোটের সময় প্রত্যেক চেয়ারম্যান মেম্বর তো লক্ষ লক্ষ টাকা খরচ করেন। অনেক টাকা খরচ করেন বিজয় নিশ্চিত করার জন্য। তারপর পাঁচ বছর ধরে নির্বাচনী খরচ পুষিয়ে নেওয়ার জন্য নানান ফন্দির ফিকির করে জনপ্রতিনিধিদের সময় চলে যায়। এরকম পরিস্থিতিতে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছ থেকে আমরা কি আশা করব, আমরা কোথায় যাচ্ছি? সাতক্ষীরা জেলার স্কুল কলেজের শিক্ষার্থীরা যদি গণহত্যা, যুদ্ধাপরাধীদের কুকীর্তির ইতিহাস না জানে, দেশের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে যদি কথা বলতে না শেখে তাহলে আমরা কি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে পারব, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য নিরাপদ ঠিকানা হবে বাংলাদেশ।

‘তোমার আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা’-এ স্লোগানের মর্মার্থ কি এ প্রজন্ম জানতে পারবে না। এই জেলার সংসদ সদস্যবৃন্দ যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে থাকেন, তাহলে তাদের নৈতিক দায়িত্ব প্রতিটি স্কুলে, কলেজে, ইউনিয়নে শহীদ মিনার গড়ে তোলা উদ্যোগ নিবেন। গণহত্যার হোতাদের বিচারের দাবীতে তরুণদের ঐক্যবদ্ধ করতে হলে জেলায় সরকারি বালক বিদ্যালয়ের পিছনে বধ্যভূমি স্থাপন করা সহ এই জেলার বিভিন্ন অঞ্চরে গণকবর উদ্ধার করে বধ্যভূমি গড়ে তোলা দরকার। এখানে নতুন শক্তির উত্থান, সমৃদ্ধি ও প্রগতির জন্য ইতিহাস ঐতিহ্য নিয়ে ছাত্র-শিক্ষক, সাংবাদিক সবাইকে কাজ করতে হবে অতিদ্রুত বধ্যভূমি পুন:উদ্ধার ও সংরক্ষণ করা দরকার। আসুন এম.পি মহোদয়কে সংলাপে যুক্ত করি। লেখক: শিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাসদ

The post সাতক্ষীরার বধ্যভূমি উদ্ধার ও সংরক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lKKoA5

No comments:

Post a Comment