আশাশুনি ব্যুরো: আশাশুনির কুড়িকাহুনিয়ায় দক্ষিণ বিলের পানি নিষ্কাশনের কাজ করার সময় মোস্তাফিজুর রহমান নামে এক যুবক পাইপের ভিতরে ঢুকে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে বেড়িবাঁধে নাইনটি পাইপ প্রযুক্তিতে কাজ করার সময়। জানা গেছে, উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের পুত্র আহত মোস্তাফিজুর রহমান পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ করার সময় পাইপের মুখে সৃষ্ট পানির ঘোলে পড়ে যায়। পানির টানে তার পা থেকে কোমর অবধি পাইপের ভিতরে ঢুকে যায়। তার মাজা থেকে মাথা বাইরে থাকলেও মাথা সম্পূর্ণ পানিতে ডুবে ছিল। সহকর্মীরা ৫-৬ মিনিটের প্রচেষ্টায় নাইনটি পাইপে লাগানো টিউবওয়েল খুলে এয়ার প্রেসারের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। সাথে সাথে নৌকা যোগে তাকে তালতলা বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে অক্সিজেন দিয়ে জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
The post আশাশুনির কুড়িকাহুনিয়ায় পানিতে পড়ে যুবক আহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3zZA256
No comments:
Post a Comment