Friday, August 27, 2021

ঘের দখলে ব্যর্থ হয়ে আ.লীগ নেতার নামে একের পর এক মামলা দায়েরের অভিযোগ https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মহাদেব সরকারের বিরুদ্ধে আবারো পরিকল্পিত মামলার অভিযোগ উঠেছে। সদর উপজেলার খানপুর গ্রামের এক সময়কার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও জামায়াতের সক্রিয় কর্মী বাবর আলী গত মঙ্গলবার সাতক্ষীরার আমলী প্রথম আদালতে এ মামলা দায়ের করেন। মুখ্য বিচারিক হাকিম মো: হুমায়ুন কবীর আগামি ২৭ অক্টোবরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন সাতক্ষীরা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

ঝিটকি গ্রামের মহাদেব সরকার জানান, খানপুর গ্রামের বাবুর আলীর দুই বিঘাসহ ৪৮ বিঘা জমি লীজ নিয়ে ২০১৭ সাল থেকে তিনি ঝিটকি গ্রামে মাছের চাষ শুরু করেন। বছর না ঘুরতেই বাবুর আলী তার ঘের দখলে নেওয়ার জন্য নানা ষড়যন্ত্র শুরু করে। এরই অংশ হিসেবে বাবুর আলী তার স্ত্রী খলেদা খাতুন, ভাই জলিলের স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যথাক্রমে ২০১৮ সালের ২৫ জানুয়ারি ও ২৭ জানুয়ারি পৃথক ধর্ষণের চেষ্টার মামলা করে। তদন্তে সত্যতা না পাওয়ায় মামলা খারিজ হয়ে যায়। ওই বছরের ১৪ জুন খালেদাকে দিয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে হত্যার চেষ্টার মামলা করিয়ে তদন্ত ছাড়াই গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করানো হয়। একই দিসে ভাইপো বাপ্পি হোসেনকে দিয়ে মারপিটের মামলা করানো হয়। তদন্তে মামলা খারিজ হয়ে যায়। তাতেও সুবিধা করতে না পেরে বাবুর আলীর নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা তার ঘেরের বাসায় হামলা করে কুপিয়ে হত্যার চেষ্টা করে। ভাঙচুর করে লুটপাট করা হয় ঘেরের বাসা। লুট করা হয় ৫০ হাজারের বেশি টাকার মাছ। এ মামলা চলমান রয়েছে। একের পর এক হামলা ও মামলা সহ্য করতে না পেরে তিনি ২০২০ সালে ওই জমি শহরের কামাননগরের জাহিদ হাসান ও ইব্রাহীমের কাছে লিজ দেন। এতে ক্ষুব্ধ ছিলেন বাবুরালী। এরপর তাকে হুমকি দেওয়ার ঘটনায় তিনি বাবুর আলীর বিরুদ্ধে থানায় দু’টি সাধারণ ডায়েরী করেছেন।এ ছাড়া তাকে(মহাদেব) হত্যা চেষ্টার মামলার সাজা হতে পারে এমন আশঙ্কা প্রকট হয়ে ওঠায় বাবুরালি তাকে ও তার ভাই জয়দেব সরকারসহ প্রতিপক্ষ ১১ জনের বিরুদ্ধে গত ১৫ জুন কাল্পনিক ৫০ হাজার টাকা চাঁদা দাবিতে ঘেরের বাসায় তার উপর হামলা চালিয়ে ৪৫ হাজার টাকা লুটপাট, মারপিট, গত ২০ আগস্ট একই ঘরের বাসায় তার উপর হামলা চালিয়ে মারপিট ও ৯০ হাজার টাকার মাছ লুটের অভিযোগ এনে গত ২৪ আগস্ট আদালতে তাকেসহ ১১জনের বিরুদ্ধে মামলা (সিআর-৬৫২/২১) দায়ের করেছেন। এমন মার খেয়েছেন তিনি যে কোথাও তার চিকিৎসা নেওয়া লাগেনি। এছাড়া প্রায় সব কয়টি মামলায় তিনি তারই প্রতিপক্ষ ঝিটকি গ্রামের লুৎফর রহমান, তার ভাইপো ও ভাইদের সাক্ষী করেছেন। জামায়াতের একজন সক্রিয় কর্মীর খুঁটির জোর কোথায় জানতে চান তিনি।

The post ঘের দখলে ব্যর্থ হয়ে আ.লীগ নেতার নামে একের পর এক মামলা দায়েরের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mBJt7h

No comments:

Post a Comment