হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ। ইতোমধ্যে পশ্চিমবঙ্গের ভবানীপুরে বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত ৪৬০০ ভোটে এগিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনা কেন্দ্র পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় নাশকতার আশঙ্কায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চেক পোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী।
জঙ্গিপুর ও সমসেরগঞ্জ আসনে নির্বাচনের ভোট গণনা শুরু হলেও সবার নজর ভবানীপুরে। কারণ এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল নেত্রী মমতা। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের সামান্য বেশি।
ভবানীপুরে এ বার মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। সিপিএমের প্রার্থী শ্রীজীব বিশ্বাস। মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতাকে বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র জিততেই হবে।
মোট ২১ রাউন্ডে গণনা হবে। গণনার কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ইতিমধ্যেই জারি হয়েছে ১৪৪ ধারা। শুক্রবার সন্ধ্যার পর থেকেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। করোনা টেস্টের সার্টিফিকেট দেখিয়ে তবেই ভেতরে প্রবেশ করতে পারছেন পোলিং এজেন্ট এবং ভোট কর্মীরা। সব ঠিকঠাক থাকলে দুপুরের ২টার মধ্যেই গণনার কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
The post হাইভোল্টেজ ভবানীপুরে এগিয়ে মমতা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2YaHvkm
No comments:
Post a Comment