বদিউজ্জামান: সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং কবি শেখ মফিজুর রহমান বলেছেন, বাংলাদেশের যেমন অর্থনৈতিক উত্তোরণ ঘটেছে, তেমনি সাংস্কৃতিক উত্তোরণ জরুরী। সাংস্কৃতিক উত্তোরণ ছাড়া দেশে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ “নিরন্তর প্রতীক্ষা” এর উপর অন লাইন নিউজ পোর্টাল ভয়েস অব সাতক্ষীরা এর ব্যানারে অনুষ্ঠিত আলোচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান “কবিতা ও জীবনের গল্প” অনুষ্ঠানে উক্ত মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিচারক শেখ মফিজুর রহমান নয়, বরং কবি ও ব্যক্তি শেখ মফিজুর রহমান এর সগ্রামী জীবনের গল্পের সাথে তাঁর কবিতা লেখার অনুপ্রেরণা, উপাদান ও অনুসঙ্গ নিয়ে উঠে আসে না জানা নানা তথ্য ও গল্প। তাঁর কবিতার উপজীব্য বিষয় মানুষ, মানব প্রেম, মানবিকতা ও স্বদেশ প্রেম হওয়ার কারণ হিসাবে তিনি বলেছেন, শহর থেকে বহুদূরে অজপাড়া গাঁয়ে তাঁর জন্ম, সেখানে বছরের কয়েকটি মাস পানিতে ডুবে থাকতো, স্কুলে যাওয়ার উপায় থাকতো না। একই সাথে মধ্যবিত্ত পরিবারে জন্ম হওয়ার কারণে জীবনে টানাপোড়ন, গ্রামের প্রকৃতি- এই সব কিছুই তাঁকে তাড়িত করেছেন কবিতাগুলো লিখতে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর প্রাণের জায়গা, যেখান থেকে তিনি পেয়েছেন জীবনের নতুন অনুপ্রেরণা। মিশেছেন বিখ্যাত লেখক আর কবিদের সাথে। এই সব কিছু মিশেই তাঁর কবিত্ত সত্বার জন্ম বলে তিনি জানান।
কবি শেখ মফিজুর রহমানের কবি জীবনের গল্পের সাথে তাঁর কবিতা ও কাব্য গ্রন্থ নিয়ে আলোচনা করেন, সাতক্ষারা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু এবং কবির কবিতা আবৃত্তি করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার। অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রানবন্ত সঞ্চালনা করেন ভয়েস অব সাতক্ষীরা এর সম্পাদক এম কামরুজ্জামান।
দীর্ঘ প্রায় তিন ঘন্টার অন লাইন অনুষ্ঠানে দর্শকদের সরব উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। অনুষ্ঠানের শুরু থেকেই দেশ বিদেশের হাজার হাজার দর্শক সংযুক্ত হতে শুরু করেন এবং আশাব্যঞ্জক ও উৎসাহী মন্তব্যে ভাসতে থাকে লাইভ অনুষ্ঠানের অনলাইন পর্দা। শুনতে চান কবির কথা আর অনুরোধ জানাতে থাকেন কবির কাব্য গ্রন্থ থেকে বিভিন্ন কবিতা আবৃত্তির। পনের হাজার এর বেশী দর্শক ওই অনুষ্টানটি উপভোগ করেছেন এবং অনলাইনে শতাধিক বার শেয়ার করেছেন ওই অনুষ্ঠানের ভিডিও। মানুষ যে কবিতা ভালোবাসে এবং জীবন ঘনিষ্ঠ কবিতার আবৃত্তি হলে অনলাইনেও মানুষ ঘন্টার পর ঘন্টা শুনতে ক্লান্তবোধ করে না, তার উজ্বল দৃষ্টান্ত ভয়েস অব সাতক্ষীরার ওই অনলাইন অনুষ্ঠান ‘‘নিরন্তর প্রতীক্ষা’’।
অনুষ্ঠানের আলোচনায় কবি শেখ মফিজুর রহমান তাঁর ভাষায় আরও বলেন- সব চেয়ে সুন্দর দিন এখনো আসেনি, সব চেয়ে কল্যাণকর সকাল এখনো শুরু হয়নি, সেই সুন্দর সকাল, সুন্দর আগামীর জন্য আমাদের এই “নিরন্তর প্রতীক্ষা”।
The post সাংস্কৃতিক উত্তোরণ ছাড়া দেশে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: শেখ মফিজুর রহমান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3l4soSp
No comments:
Post a Comment