সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় এক ইটভাটার ২টি ভ্যানগাড়ি ও ১টি হাওয়া মেশিন নিয়ে পালিয়েছে ৩ কর্মচারী।
এ ঘটনায় শুক্রবার রাতে কলারোয়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার শ্রীপতিপুর গ্রামের আবুল হোসেনে ছেলে রবিউল ইসলাম বিভিন্ন ইটভাটায় শ্রমিক সরদার হিসেবে কাজ করেন। সেই সূত্র ধরে একই গ্রামের আসাদুল ইসলাম, সাদ্দাম হোসেন, আমেনা খাতুন রবিউল ইসলামের কাছে গিয়ে বলে আসাদুল ইসলাম তার স্ত্রী আমেনা খাতুনকে বিদেশ পাঠাবেন।
এ জন্য কর্জ স্বরুপ ২লাখ টাকা দিতে হবে। সে সরল বিশ^াসে তাকে ২লাখ টাকা দেয়। এরপর তারা ইটভাটায় কাজ করে টাকা পরিশোধ করবে বলে ১লাখ ২০ হাজার টাকা গ্রহণ করে। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যার সময় কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের বাড়ি থেকে ইটভাটার ২টি ভ্যানগাড়ি ও একটি হাওয়া মেশিন জামতলার সফির ইটভাটায় নিয়ে যাওয়ার নাম করে সে ওই ভ্যান ও হাওয়া মেশিন নিয়ে পালিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে অবশেষে ১ অক্টোবর রাতে ৩জনকে বিবাদী করে ৩ লাখ ২০ হাজার টাকা উদ্ধারের জন্য কলারোয়া থানায় লিখিতভাবে একটি অভিযোগ দিয়েছেন শ্রমিক সরদার রবিউল ইসলাম।
The post কলারোয়ায় ইটভাটার ২টি ভ্যানগাড়ি ও ১টি হাওয়া মেশিন নিয়ে পালানোর অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3F9zFZi
No comments:
Post a Comment