আশাশুনি ব্যুরো: ঢাকা ও বাগেরহাটসহ দূরবর্তী শহরে বসবাসকারীদের অন্তর্ভূক্ত করে গঠিত আশাশুনি উপজেলা খ্রিস্টান এসোসিয়েশানের কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯.৩০ টায় আশাশুনি উপজেলার বড়দল সেন্ট ফ্রান্সি জেভিয়ার চার্চের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আশাশুনি উপজেলার সকল খ্রিস্টান ধর্মাবলম্বীদের আয়োজনে দেশের দূরবর্তী শহরে বসবাসকারী ব্যক্তিদের কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে অন্তর্ভূক্ত করে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির অজ্ঞাতে উপজেলা খ্রিস্টান এসোসিওেয়শানের পকেট কমিটি বাতিলের দাবী এবং স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐক্য ও শান্তিপূর্ণ অবস্থান অটুট রাখতে কেন্দ্রীয় ও জেলা কমিটির কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন, ফাদার পালক পুরোহিত ফিলিপ মন্ডল, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, লিয়াকত আলী, পৌল সরকার, পিয়ুস হালদার, লালন সরকার প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি
The post আশাশুনিতে কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3D8sy1j
No comments:
Post a Comment