Saturday, October 2, 2021

আশাশুনিতে পি ফাউন্ডেশন ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মিন্টু গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনির নাকতাড়া বাজারে পি ফাউন্ডেশন ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মহিবুল্লাহ মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ আকুঞ্জির পুত্র মিন্টু শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে দীর্ঘ ১০ বছর যাবত পি ফাউন্ডেশন সমিতি খুলে ডিপিএস এর নামে গ্রাহকদের নিকট থেকে কোটি টাকার জামানত গ্রহণ করে। ডিপিএসর মেয়াদোত্তীর্ণ হওয়ার পর গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে তালবাহানা শুরু করেন।

এছাড়া মিঠু একই স্থানে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক খুলে শেয়ার দেওয়ার নাম করে লক্ষ লক্ষ হাতিয়ে নিয়ে উধাও হয়ে যান। স¤প্রতি ডাচ্বাংলার কর্তৃপক্ষ মিন্টুর বিভিন্ন অনিয়মের কারণে ব্যাংকটিতে তালা মেরে কার্যক্রম স্থগিত করেন। এরপর থেকে মিন্টু একবার আত্মগোপনে চলে যান। গত শুক্রবার মিঠু গোপনে এলাকায় আসলে প্রতারণার শিকার শতশত গ্রাহক তাকে আটক করে কোলা গ্রামের দিপক সরকারের বাড়িতে আটকে রেখে থানায় খবর দেন। শনিবার সকাল ১০টায় এসআই সেলিম জাহাঙ্গীর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানা হফাজতে নিয়েছেন।

কোলা গ্রামের স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম জানান-প্রতারণার শিকার গ্রাহকরা প্রথমে আমাকে ঘটনাটি জানান। আমি বিষয়টি মিমাংসা করতে অপারগতা প্রকাশ করায় গ্রাহকরা তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির জানান-বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে শনিবার বিকালে শতশত গ্রাহক আশাশুনি থানার মূল ফটকের সামনে পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে জড়ো হতে দেখা যায়।

 

The post আশাশুনিতে পি ফাউন্ডেশন ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মিন্টু গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ounTTg

No comments:

Post a Comment