গাছ মানুষের জীবন্ত বীমা। গাছ বিপদের বন্ধু। পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গাছের মতো পরম বন্ধু আর নেই। একটি ইউনিয়নের সব পরিবার একযোগে বিনামূল্যে গাছের চারা পাচ্ছে এটা বিরল।
কাগুজী লেবু ও থাই পেয়ারা প্রাত্যাহিক জীবনে মানবদেহের জন্য বেশ উপকারী। সাতনদী পরিবার ও আজিজ ফাউন্ডেশনের আয়োজনে মানুষের দুয়ারে অর্ধলক্ষ গাছের চারা পৌছে দেওয়ায় এর সুফল একদিন পাবেন ইউনিয়নবাসি। রবিবার কুল্যা ইউনিয়নে একাধিক চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশাশুনির কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ জীবন ইসলাম এসব কথা বলেন।
সাতনদী সম্পাদক ও আজিজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংকল্প সম্পাদক ও সমাজসেবক রামকৃষ্ণ চক্রবর্তী, আশাশুনি কৃষি অফিসের কর্মকর্তা সুখদেব কুমার সাধু, কুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদ ঢালী, কুল্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো: কপিল উদ্দীন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সৈয়দ আলী, সভাপতি মোশারফ হোসেন মুসা, ইউপি সদস্য আলমগীর হোসেন আংগুর, শিক্ষক মাহবুবুর রহমান, সমাজ সেবক মো: আব্দুল মোমিন, ইউপি সদস্য ইব্রাহিম গাজী, ওবায়দুল্যাহ মাস্টার, আওয়ামী লীগ নেতা আবু তালেব, আব্দুল আলিম, জায়েদ গাইন প্রমুখ।
দুপুর আড়াইটায় কূল্যা ইউনিয়নের পুরোহিতপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে, দুপুর সাড়ে তিনটায় দাঁদপুর আল আকসা জামে মসজিদ প্রাঙ্গনে, বিকাল সাড়ে চারটায় দাঁদপুর বাবলুর মোড়ে এবং বিকাল পাঁচটায় আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং সন্ধ্যা ৬টায় গুনারকরকাটি প্রাইমারি স্কুল প্রাঙ্গনে কাগুজী লেবুর ও থাই পেয়ারার চারা বিতরণ করা হয়। প্রতিটি ওয়ার্ডে ৬০০ পরিবার ৩ হাজার কাগুজী লেবু ও ১০০০ পরিবার ২ হাজার থাই পেয়ারার চারা বিতরণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি
The post কুল্যায় ৫০ হাজার গাছের চারা বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ispdlI
No comments:
Post a Comment