Friday, October 1, 2021

বেশভুষা https://ift.tt/eA8V8J

মোঃ আব্দুল্লাহ সিদ্দীক
শ্যামল বরণ গায়ের রঙ

আর দীঘল কালো কেশ,

সাদা-মাঠা চলন-ফিরন

এই তো যারে বেশ।

নি¤œমানের পোষাক পরিচ্ছদ

নেই বেশী সোনার গহনা,

তবুও কতো মানান তারে

যেন ‘মিলন তিথির’ অহনা।

টানা টানা নয়ন যুগল

আর বিচরণে সু স্বভাব,

সংসার জীবনের সাগর ভেলায়

ছাড়ে নাকো পিছু অভাব।

ছোট খাটো হস্ত পদ

চিকন বদনে মলিন মুখ,

জীবন পথে চলতে ফিরতে

পায় সে কতো দুখ!

অবনী জীবনে চলতে গিয়ে

থাকে কতো ভুল ভ্রান্তি!

হৃদয় মাঝে গুমরে ওঠে

যেন জ্বলন্ত প্রদীপ অশান্তি।

বিষাদ ভুলে হাসিমুখে থাকে

রাখে নাকো জীবনে ক্লান্তি,

পাবে সে ফিরে সুখময় জীবন

ফিরে পাবে সুখ-শান্তি।

The post বেশভুষা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mfK114

No comments:

Post a Comment