Monday, November 1, 2021

৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের কর্মসূচি https://ift.tt/eA8V8J

বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক আর একটি অধ্যায় তিন নভেম্বর ৷ ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারীদের অন্যতম জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নির্মমভাবে হত্যা করা হয়৷

জাতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে শোকাবহ দিনটি স্মরণ করে।

১৯৭৫ সালে ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে৷ তার পর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়৷ একই বছর তিন নভেম্বর আবারো একদল বিপথগামী সেনা সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢুকে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে৷ তারপর থেকে রাষ্ট্রের হেফাজতে হত্যাকা-ের এই ঘটনাটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে বাংলাদেশে৷

‘জেল হত্যা দিবস’ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে

০৩ নভেম্বর, বুধবার বিকাল ৪টা৩০ মিনিটে জেলার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মসূচি সফল করতে, সকল নেতাকর্মীকে যথাসময়ে স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত থাকার আহবান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক জনাব এ্ড সুজিত অধিকারী। প্রেস বিজ্ঞপ্তি

The post ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের কর্মসূচি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pUl3HL

No comments:

Post a Comment