Monday, November 1, 2021

লাবসা ইউপির চেয়ারম্যান প্রার্থী আলিমের প্রার্থীতা বাতিলের দাবি https://ift.tt/eA8V8J

ঋণ খেলাপী ও দুদকে মামলা থাকায় লাবসা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের প্রার্থীতা বাতিলের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন নৌকার প্রার্থী মো: নজরুল ইসলাম। গত ২৬ অক্টোবর ২০২১ তারিখে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দপ্তরে এ অভিযোগ করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, লাবসা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিমের বিরুদ্ধে ঢাকা ব্যাংক লি: সাতক্ষীরায় ঋণ খেলাপি রয়েছে। এছাড়া পরিষদের অর্থ তছরূপে অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকে তার বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে। এ বিষয়টি মৌখিকভাবে বারবার রিটার্নিং অফিসারকে জানালেও তিনি কর্ণপাত করেননি। ফলে উপায় না পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী মো: নজরুল ইসলাম প্রতিকারের দাবিতে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। সূত্র: শাপলা মিডিয়া সেন্টার

The post লাবসা ইউপির চেয়ারম্যান প্রার্থী আলিমের প্রার্থীতা বাতিলের দাবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BuZxvD

No comments:

Post a Comment