নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘন, সহিংসতা প্রতিরোধে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদের এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপ্রাপ্ত হয়ে মোটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে আসছেন আওয়ামী লীগ নেতা আবদুল কাদের। কিন্তু বর্তমান ক্ষমতাসীন চেয়ারম্যান নৌকা প্রতিকের প্রার্থী ফজলুর রহমান মোশা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে তার নিজস্ব লোকজন দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলে আসছে। প্রতিদিন তার পক্ষের একাধিক মাদক মামলার আসামী ঘোনা ক্যাম্প পাড়ার মনিরুল ইসলাম ওরফে পোড়া মনি, আবদুল কাইয়ুম রাঙ্গা, এবাদুল ইসলামসহ আরো বেশ কয়েকজন দা-সহ দেশিয় অস্ত্র নিয়ে প্রচারের নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চলেছে। গত ১২ অক্টোবর আবদুল কাদেরের দু’জন কর্মী যথাক্রমে সবুজ হোসেন ও শাহিনকে দা দিয়ে কুপিয়ে জখম করে। জখমমিরা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারা এখনো প্রকাশ্যে দিবালোকে ঘোষণা দিচ্ছে, ১১ তারিখের নির্বাচনে তারা ভোট ডাকাতি করবে। তাই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের এসব ঘটনার প্রতিকার প্রার্থনা করেছেন।
The post ঘোনায় সহিংসতা প্রতিরোধে জেলা প্রশাসকের কাছে আবেদন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3q2e4MY
No comments:
Post a Comment