Monday, November 1, 2021

না ফেরার দেশে তালার আ.লীগ নেতা গাজী আলাউদ্দীন, শোক https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলেন গেলেন তালার ইসলামকাটি ইউনিয়নের আ.লীগের সহ- সভাপতি গাজী আলাউদ্দীন (৬৩) ইন্না লিল্লাহী অন ইন্নাহি রাজিউন। তিনি তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মৃত আকবর আলী গাজীর ছেলে এবং দৈনিক পত্রদূত পাটকেলঘাটা প্রতিনিধি মুজিবর রহমানের শ্বশুর।

রবিবার (৩১অক্টোবর) বিকালে নিজ বাড়ি ঘোনা গ্রামে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবৎ দূররোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে চার মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃতুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছে তালা উপজেলা আ.লীগ, ইউনিয়ন আ.লীগসহ বিভিন্ন অংগসংগঠন। আজ এশার নামাজের পর মরহুমের জানায শেষে ঘোনা গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে পারিবারিক সুত্রে জানা যায়।

দৈনিক পত্রদূত এর শোক: দৈনিক পত্রদূত এর পাটকেলঘাটা প্রতিনিধি সাংবাদিক মুজিবর রহমানের শ্বশুর গাজী আলাউদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক, সম্পাদনা পর্ষদসহ সকলস্তরের সংবাদকর্মীবৃন্দ।

The post না ফেরার দেশে তালার আ.লীগ নেতা গাজী আলাউদ্দীন, শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3GEyzFG

No comments:

Post a Comment