Thursday, November 25, 2021

স্তন ক্যান্সার সচেতনতায় ক্যাম্প উদ্বোধন https://ift.tt/eA8V8J

শিশুকে মায়ের দুধ খাওয়াই, স্তন ক্যান্সারের ঝুঁকি কমাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় স্তন ক্যান্সার সচেতনতা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় হাসপাতাল কনসালটেন্ট চত্ত্বরে এ ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো: আনোয়ারুল হুসাইনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন এবং রোগী দেখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সিএমও ডা: মীর মাহফুজ আলম। এসময় ডিজিটাল পর্দায় ক্যান্সার সম্পর্কে সচেতন করতে ডিজিটাল পর্দায় গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরা হয়।

প্রধান আলোচকের বক্তৃতায় ডা: মনোয়ার হোসেন বলেন, স্তন ক্যান্সার শুধুমাত্র মহিলাদের হয় না পুরুষদেরও হতে পারে। স্তনে ক্যান্সার বা ব্যথা হলে কোন যেকোন সার্জারী ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন মার্কেটিং অফিসার এম রাশেদ। প্রেসবিজ্ঞপ্তি

The post স্তন ক্যান্সার সচেতনতায় ক্যাম্প উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3r9wQmr

No comments:

Post a Comment