Monday, November 1, 2021

শ্যামনগরের গোবিন্দপুরে অবৈধভাবে জমি দখলের অভিযোগ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীতে অবৈধভাবে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বরাবরে লিখিত অভিযোগটি দায়ের করেন গোবিন্দপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী ছকিনা বেগম (৪৫)। ছকিনা বেগম লিখিত অভিযোগে জানান, তার রেজিস্ট্রি কোবলাকৃত রেকর্ডীয় ৮ শতক জমি একই গ্রামের মৃত ঝড়ু গাজীর পুত্র আইয়ুব আলী গাজী অবৈধভাবে দখলে রেখেছে। গোবিন্দপুর মৌজার খতিয়ান নং ৪৬, ১৩০৯, দাগনং ২২৯৩। যার ২৪ জুলাই ২০১৪ তারিখের দলীল নং ৩৩৩৭। এ জমি নিয়ে মারপিট, খুন, জখমের সম্ভবনার অভিযোগ এনে বৈধ কাগজপত্রাদী পর্যালোচনা করে ন্যায় বিচার প্রত্যাশী ছকিনা বেগম। ছকিনা বেগম উভয় পক্ষের বৈধ কাগজপত্র মোতাবেক জমির মালিককে মালিকানা দখল বুঝে দেওয়ার অনুরোধ জানান।

সংসদ সদস্য এসএম জগলুল হায়দার জানান, তাদের অভিযোগটি শান্তিপুর্ণ মিমাংসার জন্য শ্যামনগর থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহেদ মুর্শেদ জানান, এ অভিযোগটি সরেজমিনে গিয়ে শান্তিপুর্ণ মিমাংসার জন্য এসআই খবির উদ্দীনকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এসআই খবির উদ্দীন জানান, এ বিষয়টি নিয়ে উভয় পক্ষ, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও স্বাক্ষীসহ প্রমানপত্র নিয়ে সালিশী বৈঠক ও তদন্ত চলমান রয়েছে। মিজানুর রহমান ও আইয়ুব আলী জানান, এ জমি নিয়ে কয়েক বার সালিশী বৈঠক হয়েছে, এখনও সালিশী বৈঠকের চুড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। অসহায় ছকিনা বেগম তার বৈধ জমি পেতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

The post শ্যামনগরের গোবিন্দপুরে অবৈধভাবে জমি দখলের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3EEhj1w

No comments:

Post a Comment