Tuesday, November 2, 2021

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। রবিবার সকাল থেকে বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে চালবাহি কোন ট্রাক বন্দরে প্রবেশ করেনি। সর্বশেষ শনিবার বিকাল পর্যন্ত ভারত থেকে ৮টি ট্রাকে ২৪০ মে:টন চাল বন্দরে প্রবেশ করে। গত ১ সপ্তাহে ১৮শ’ ৬০ মে.টন চাল আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে।

বন্দর সংশ্লিষ্ট সুত্রে জানায়, দেশে বেড়ে যাওয়া চালের বাজারে দাম বেড়ে যাওয়াসহ আমদানি কারকদের নিয়ন্ত্রণে সরকার ২৫ আগষ্ট থেকে ৪শ’ জন আমদানিকারককে সাড়ে ১৬ লাখ মে:টন চাল আমদানির অনুমোদন দেন। ১৪ লাখ ৫৩হাজার মে.টন সিদ্ধ চাল ও ১লাখ ৯৩হাজার মে.টন আতপ চাল।

বেনাপোল বন্দর পরিদর্শক কামরুল হাসান পলাশ জানান সরকারি নিদের্শনা অনুযায়ি শনিবার পর্যন্ত চলে চাল আমদানি। নতুন নির্দেশা না পেলে রবিবার থেকে বন্ধ থাকবে আমদানি। তবে বন্দরে ৬৬টি চাল বোঝায় ট্রাক খালাসের অপেক্ষায় দাড়িয়ে আছে বলে জানান তিনি।

The post বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Cyd46R

No comments:

Post a Comment