Wednesday, November 3, 2021

তালায় নবাগত ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাসের যোগদান https://ift.tt/eA8V8J

এসএম বাচ্চু: তালায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে প্রশান্ত কুমার বিশ্বাস যোগদানপূর্বক দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস ২০১৩ সালে ৩১তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডারে হিসেবে অন্তুরভূক্ত হন। চাকরি জীবনে প্রথমে তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরে একই জেলার দোয়ারাবাজার উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন। পদোন্নতির পেয়ে তিনি শরিয়তপুর জেলায় জাজিরা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার গোপালগঞ্জ জেলায় টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের জনক। বুধবার তিনি যোগাদান করে নবাগত এই উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস বলেন,উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে কাজ করতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

The post তালায় নবাগত ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাসের যোগদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nTSc3Z

No comments:

Post a Comment