Tuesday, November 2, 2021

কালীগঞ্জের চম্পাফুলে নির্বাচনী প্রচারণা নিয়ে বিরোধ তুঙ্গে থানায় পাল্টাপাল্টি অভিযোগ https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বিরোধকে কেন্দ্র করে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার কালীগঞ্জ থানায় এসব অভিযোগ দায়ের করা হয়।

কালীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাইদুর রহমান জানান, চম্পাফুল ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফের সমর্থক হিসেবে তিনিসহ উজিরপুর, নবীননগর, কুমারখালিসহ কয়েকটি গ্রামের ২০-২৫ জন কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিবার বিকেল ৫টার দিকে নবীনগরে প্রচারে বের হন। গফুর মোড়লের ছেলে সিরাজুলের বাড়ির সামনে পৌঁছালে আব্দুল লতিফের পক্ষে স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সিরাজুলের নেতৃত্বে ইউনুস আলী, শফিকুল কারিকর, রফিকুল কারিকর, হাকিম কারিকরসহ ৩০-৩৫জন তাদের মোটর সাইকেলের র‌্যালির সামনে এসে দাঁড়ায়। এখানে মোজাম্মেল চেয়ারম্যানের নৌকা প্রতীক ছাড়া অন্য কোন প্রতীকের পক্ষে ভোট চাওয়া চলবে না এমন হুমকি দেওয়া হয়। তারা চলে আসার সময় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উপর তাদেরকে সিরাজুলের নেতৃত্বে দ্বিতীয় দফায় মোটরসাইকেল র‌্যালিতে বাঁধা দেওয়া হয়। মোজম্মেল হক গাইন এক সময়কার ইউনিয়ন বিএনপি’র সভাপতি হয়ে গতবার নৌকার প্রতীকে জয় লাভ করেও ১০ টাকা কেজি দরে সরকারি চাল চুরি করে জেল খেটেছে, ভূমিহীন নেতা সাইফুল্ল¬াহ লস্কর হত্যা মামলায় জেল খেটেছে, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতকারি এমন কথা বলা হলো কেন গালিগালাজ করতে করতে শাহীনুর রহমান বাবু তাদের কয়েকটি মোটর সাইকেলের চাবি কেড়ে নিয়ে আব্দুল লতিফকে কেটে সাত টুকরা করে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ এসে উভয়পক্ষকে সরিয়ে দেয়। এ ঘটনায় তিনি নিজে বাদি হয়ে মঙ্গলবার সিরাজুলসহ ২৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
নবীননগর গ্রামের আব্দুল গফুর মোড়লের ছেলে সিরাজুল হক নিজেকে চম্পাফুল ইউপির মোজাম্মেল হক গাইনের নৌকা প্রতীকের সমর্থক দাবি করে বলেন, বরিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বাড়িতে না থাকার সুবাদে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফসহ ২৫/৩০ জন তাদের বাড়িতে ঢুকে পড়ে। তাকে না পেয়ে তার মা ছফুরাকে নানাভাবে গালিগালাজ করে। সিরাজুকে (তাকে)নৌকার পক্ষে কাজ করার সাধ মিটিয়ে দেব বলতে বলতে স্ত্রী মোমেনা প্রতিবাদ করায় তাকেও মারতে উদ্যত হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে আব্দুল লতিফ মোড়লসহ ১৬জনেরে নাম উল্লেখ করে সোমবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে রবিরার সন্ধ্যায় নবীননগর পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক থাকায় উভয়পক্ষকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় উভয়পক্ষের লিখিত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

The post কালীগঞ্জের চম্পাফুলে নির্বাচনী প্রচারণা নিয়ে বিরোধ তুঙ্গে থানায় পাল্টাপাল্টি অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mCKv2p

No comments:

Post a Comment