আবারও করোনায় আক্রান্তের হার বাড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। ইউরোপে আকস্মিক সংক্রমণ বাড়তে শুরু করার পরই অতিরিক্ত সচেতন হতে শুরু করে দেশগুলো।
ইউরোপের দেশগুলোর মধ্যে চেক রিপাবলিক, ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার।
আফ্রিকার দেশগুলোতেও সংক্রমণ মৃত্যুর হার বেড়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলের আফ্রিকান ছয়টি দেশ থেকে সরাসরি যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য এবং ইজরায়েল।
চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এক মাসের মধ্যে দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডিয়ান সঙ্গীত তারকা ব্রায়ান এডামস। বিমানে করে ইটালির মিলানে আসার পর করোনায় আক্রান্ত হন তিনি।
আক্রান্ত রুখতে আবারও চলাচলে বিধিনিষেধ কার্যকর করেছে পর্তুগাল। দেশটিতে ঢুকতে হলে ভ্যাকসিন কার্ড এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তেমনি স্লোভাকিয়াতে আবারও চালু হয়েছে দুই সপ্তাহের লকডাউন।
এতকিছুর পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ব্রাজিলের করোনা পরিস্থিতি। এখনও প্রতিদিন তিনশ’রও বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন ব্রাজিলে।
The post আবারও বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3CYq0Cd
No comments:
Post a Comment