মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায়, জেলা প্রশাসন, সাতক্ষীরার তত্ত¡াবধানে ‘পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত ঝাউডাঙ্গার গণহত্যার ইতিহাস নিয়ে মো: মাজহারুল হোসেন তোকদার-এর রচনা, পরিকল্পনা ও নির্দেশনায়’ এবং পরিবেশ থিয়েটারের পরিবেশনায় ‘বর্ডার ৭১’ নাটক মঞ্চায়ন হবে।
আজ ২ নভেম্বর বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল, বাজুয়াডাঙ্গায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এ নাটকটি মঞ্চায়িত হবে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে, অনুষ্ঠানটির উদ্বোধন করবেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক, লিয়াকত আলী লাকী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সদর এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ- পিএসসি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।
‘বর্ডার ৭১’ শিরোনামের মঞ্চ নাটকটি উপভোগ করার জন্য সর্বসাধারণকে মঙ্গলবার বিকাল ৫টায় বাঁকাল বাজুয়াডাঙ্গায় আমন্ত্রণ জানানো হয়েছে।
The post বাজুয়াডাঙ্গায় আজ মঞ্চায়ন হবে নাটক ‘বর্ডার ৭১’ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nLyO93
No comments:
Post a Comment