জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ঢাকা, খুলনা, যশোর, বাগেরহাট ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আবৃত্তিশিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব-২০২১। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসবের উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি থাকবেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সমাজসেবক কবি শেখ নুরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাতক্ষীরার সভাপতি আবু আফ্ফান রোজবাবু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ’র সাধারণ সম্পাদক ভাস্কর সুরেশ পান্ডে, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মনিরুজ্জামান সভাপতিত্বে ও কবি গুলশান আরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক নব কুমার ঢালী। আবৃত্তিশিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, এটিও মাসুদুর রহমান, প্রধান শিক্ষিকা মনিয়া সুলতানা, শিক্ষক পার্থ প্রতিম দাশ, এটিও শোভা রায়, শ্রাবন্তী ম-ল, মনিরুজ্জামান ছট্টু, কাজী রেজা, অনিশা রায়, তনিমা ঢালী, লামইয়া মারজান, স্বপ্না চক্রবর্তী, তাছনিমাহ তুষ্টি, রাইন চৌধুরী প্রমুখ। কবিতা উৎসবে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মনিরুজ্জামান। প্রেসবিজ্ঞপ্তি
The post বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব আজ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3E8eQfX
No comments:
Post a Comment