Tuesday, November 2, 2021

কালিগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাজিমগঞ্জ বাজারে পাকা দ্বিতল ভবন নির্মাণের অভিযোগ https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাতের আধারে তহশীলদারকে ম্যানেজ করে উপজেলা পরিষদ থেকে মাত্র ৩শ’ গজ দূরে নাজিমগঞ্জ বাজারে সরকারি জায়গায় পাঁকা দ্বিতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত ৪ দিন ধরে নাজিমগঞ্জ বাজারে ঈগল স¤্রাট সু স্টোরের মালিক বসন্তপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুল কাদের এ কাজ চালিয়ে গেলেও দেখার কেউ নেই। ঘর মালিক আব্দুল কাদের থানা আওয়ামী লীগের সভাপতি নরীম আলী মাষ্টারের নাম এবং স্থানীয় সাংবাদিক নেতাদের মোটা অংকের টাকা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে থানা আওয়ামী লীগের সভাপতি নরীম আলী মাস্টার অস্বীকার করে বলেন, আমি স্থানীয় তহশীলদার এর নিকট আলাপ করে কাজ করতে বলেছি।

সোমবার বেলা ১০টার সময় সরেজমিনে গেলে স্থানীয় দোকানদার শহিদুল ইসলাম, শাহজাহান, পরিতোষসহ একাধিক ব্যক্তি জানান, উপজেলা পরিষদ এর ভিতর স্থানীয় তহশীলদার শর্মিষ্ঠা সরকার থাকেন। তিনি প্রতিদিন তার দোকানের সামনে দিয়ে বসন্তপুর তহশীল অফিস যাতায়াত করেন। তিনি দেখেও না দেখার ভান করে এ ঘর নির্মাণের কাজে সহায়তা করছেন, অভিযোগ ব্যবসায়ীদের। তারা বলেন, ভবনের দ্বিতীয় তলায় হাডবোর্ড দিয়ে ঘিরে ভিতরে রাতদিন কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ঘর মালিক আব্দুল কাদেরের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি অনেক সাংবাদিককে মোটা অংকের টাকা দিয়েছি, আপনারা কেন আসছেন? সরকারি জায়গায় ঘর নির্মাণের কোন বৈধ অনুমতি বা ইজারা আছে কিনা সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেন নি। অবৈধভাবে ঘর নির্মাণের ব্যাপারে বসন্তপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শর্মিষ্ঠা সরকারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি তাকে নিষেধ করার সত্বেও কাজ করছে। ঘটনার সত্যতা জানার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামানের নিকট জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে বলেছেন আমি তাকে নিষেধ করা সত্ত্বেও সে কিভাবে কাজ করছে বিষয়টা আমি আইনগতভাবে দেখছি।

The post কালিগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাজিমগঞ্জ বাজারে পাকা দ্বিতল ভবন নির্মাণের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3GJ2gFq

No comments:

Post a Comment