Tuesday, November 2, 2021

শ্যামনগরে তিন জুয়াড়ি আটক https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৩ জুয়াঢ়িকে আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের জহির মোড়লের মুরগীর ফার্মের সামনে গোলপাতার ঘরে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের অপর দুই জুয়াড়ি ভোঁ দৌড় দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে নগদ ৮৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

আটক ৩ জুয়াড়ি হলো-আটুলিয়া ইউনিয়নের ভড়ভড়িয়া গ্রামের আব্দুল গফুর সরদারের পুত্র কামরুল ইসলাম এবং একই গ্রামের মৃত দাউদ সরদারের ছেলে মিজানুর রহমান ও মৃত জবেদ আলী ছেলে জহির হোসেন।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, জুয়াড়িদের আদালতে প্রেরণ করা হয়েছে।

The post শ্যামনগরে তিন জুয়াড়ি আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mCEFOC

No comments:

Post a Comment