দৈনিক পত্রদূত ও খুলনাঞ্চল পত্রিকার তালা প্রতিনিধি সংবাদিক ইলিয়াস হোসেনের দাদি দেলজান বিবি (৮৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ………রাজিউন)। বুধবার দিবাগত রাত ১ টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি তালা সদরের মৃতঃ ইসমাইল শেখের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত নানান শারীরিক সমস্যায় ভূগছিলেন দেলজান বিবি। গত বুধবার (১৭ জুন) বিকালে স্ট্রোক জনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা শেষ ২৫ জুন (বৃহস্পতিবার) তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, তিন কন্যা সন্তানসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল সাড়ে ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক পত্রদূতের শোক: এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেনের দাদিও মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদকসহ সাংবাদিক ও কর্মচারীবৃন্দ। বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আব্দুল জব্বার, তালা:
The post তালায় সাংবাদিক ইলিয়াসের দাদির মৃত্যু, দৈনিক পত্রদূতের শোক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2VyMHKE
No comments:
Post a Comment