এশিয়ার সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট এশিয়ান কাপ। আর ২০২৭ সালের এ টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাঁচটি দেশ। এশিয়ার সর্বোচ্চ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজক হতে এবার বিডে অংশ নিতে চায় ভারত, ইরান, কাতার, সৌদি আরব ও উজবেকিস্তান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, ‘বিডিং প্রক্রিয়া সুষ্টভাবে সম্পন্ন করা লক্ষ্যে এএফসি এখন প্রতিটি আগ্রহী সদস্য এসোসিয়েশনের সঙ্গে কাজ করবে। আগামী বছর এএফসি এশিয়ান কাপের ১৯তম আসরের আয়োজকের নাম ঘোষনা করা হবে’।
এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বিডে আগ্রহ দেখানো পাঁচটি দেশকেই এশিয়ান কাপ আয়োজনের সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘এশিয়ান ফুটবল পরিবারের পক্ষ থেকে আমি আয়োজনের জন্য এগিয়ে আসা প্রতিটি সদস্য এসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। একইসঙ্গে আমাদের খেলোয়াড়, দল, অফিসিয়াল ও সমর্থকদের জন্য বিশ্বমানের একটি আসর আয়োজনের জন্য তাদের সমর্থন কামনা করছি। বিডিং প্রক্রিয়ায় তাদের সকলের প্রতি আমার শুভকামনা থাকলো’।
আগ্রহী পাঁচটি দেশের মধ্যে দুটি দেশ এর আগে দু’বার করে এই টুর্নামেন্ট আয়োজন করেছে। ১৯৫৬ সালে প্রথমবারের মত আয়োজিত হয়েছিল এশিয়ান কাপ। বর্তমান চ্যাম্পিয়ন কাতার ১৯৮৮ ও ২০১১ সালে এবং ইরান ১৯৬৮ ও ১৯৭৬ সালে দু’বার এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। এশিয়ান ফুটবলের ইতিহাসে একমাত্র দেশ হিসেবে ইরান তাদের ঘরের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে দুবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়।
বিডে জিততে পারলে তিনবারের চ্যাম্পিয়ন সৌদি আরব, ভারত ও উজবেকিস্তান প্রথমবারের মত আয়োজনের অভিজ্ঞতা লাভ করবে।
এরইমধ্যে ২০২২ এএফসি নারী এশিয়ান কাপ ও এ বছর এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশীপ আয়োজনের স্বত্ব লাভ করেছে যথাক্রমে ভারত ও উজবেকিস্তান।
The post ২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজনে বিড করবে পাঁচ দেশ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZvYGcX
No comments:
Post a Comment