Thursday, July 2, 2020

সাপ্তাহিক সূর্যের আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে তিন সাংবাদিককে সম্মাননা প্রদান (ভিডিও) https://ift.tt/eA8V8J

বিশ^ব্যাপী করোনা সংক্রমন দূর্যোগের মুখেও বাংলাদেশের মিডিয়াগুলি সব ধরনের ঝুকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। দায়িত্ব পালনকালে অনেকে আক্রান্ত হচ্ছেন আবার প্রাণহানিও ঘটছে তা সত্ত্বেও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া তাদের দায়িত্ব ও কর্তব্য থেকে এতটুকু পেছায়নি।
বৃহস্পতিবার সাতক্ষীরায় সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। তিনি আরও বলেন, দেশের মিডিয়াগুলির এই সাহসিকতায় আমরা অনুপ্রাণিত।
সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শ্রমিক আন্দোলন মঞ্চ আহবায়ক ফাহিমুল হক কিসলু, সাংবাদিক ঐক্য পরিষদ আহবায়ক শরিফুল্লাহ কায়সার সুমন এবং সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু প্রমুখ। তারা সূর্যের আলো পত্রিকার উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে সাতক্ষীরার এনটিভি প্রতিনিধি বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সুভাষ চৌধুরীকে জেলার প্রবীন শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে, নারী সাংবাদিক হিসেবে চ্যানেল টুয়েন্টি ফোর এর আমিনা বিলকিম ময়না ও সাপ্তাহিক সূর্যের আলোর শ্যামনগর প্রতিনিধি মোঃ নুরুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সূর্যের আলোর বার্তা সম্পাদক মুনসুর রহমান। অনলাইন ডেস্ক:

The post সাপ্তাহিক সূর্যের আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে তিন সাংবাদিককে সম্মাননা প্রদান (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YQ1GBO

No comments:

Post a Comment