ডুমুরিয়া উপজেলার রূপরামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় স্কুল ছাত্র জয়দেব বিশ্বাসকে শারীরিক নির্যাতন ও হত্যা চেষ্টার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যেগে বৃহস্পতিবার সকাল ১১ টায় দৌলতপুর-শাহাপুর সড়কের থুকড়া বাজার নামক স্হানে এলাকার সহশ্রাধিক নারী-পুরুষ-শিশু সমন্বয়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে অংশ গ্রহণকারী বক্তাগণ বলেন, গত ২৮শে মে রুপরামপুর দেলতলা স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে রুপরামপুর গ্রামের শমেস বিশ্বাসের ছেলে ও চলতি বছর শাহাপুর মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পাস শিক্ষার্থী জয়দেব বিশ্বাসের সাথে একই এলাকার সুকৃতি সরকারের বখাটে ছেলে শুভ সরকারের সাথে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়া বাঁধে। ওই ঘটনাকে কেন্দ্র করে শুভ সরকারের বাবা সমাজ বিরোধী প্রভাবশালী সুকৃতি বিশ্বাস, কাকা নিস্কৃতি সরকার ও কংকন সরকার জয়দেবকে তাদের বাড়িতে ধরে নিয়ে যেয়ে অমানুষিক নির্যাতন করে আটকিয়ে রাখে। খবর পেয়ে জয়দেবের পরিবারের লোকজন ও গ্রামবাসী জয়দেবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ প্রসঙ্গে জয়দেবের বানা সমেশ বিশ্বাস, কাকা পরেশ চন্দ্র বিশ্বাস ও পরিতোষ বিশ্বাস জানান, গত প্রায় এক মাস আগে জয়দেবকে মারপিট ও নির্যাতনের ঘটনায় উপজেলা প্রশাসন, জেলা ও থানা পুলিশে লিখিত অভিযোগ করলেও অদ্যাবধি প্রশাসনের পক্ষ হতে কোন কার্যকরী ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীর আয়োজনে আজকের এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে। মানববন্ধন কর্মসূচী থেকে অচিরেই দোষীদের গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। অন্যথায় আরো কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ারী উচ্চরণ করা হয়।
আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া;
The post ডুমুরিয়ায় স্কুল ছাত্রকে শারীরিক নির্যাতন ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3dZC1v2
No comments:
Post a Comment