মঙ্গলবার রাতে ক্যারিয়ারের ৭০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। অবশ্য অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করেও দলকে জেতাতে পারেননি তিনি। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে শিরোপা স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্যে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচের শুরুতেই মেসির কর্নার কিক থেকে অ্যাথলেটিকোর ফরোয়ার্ড ডিয়াগো কস্তার গায়ে বল লেগে আত্মঘাতী গোল হয়।
কিছুক্ষণ পর নিজের ভুল শোধরানোর সুযোগ পান কস্তা। তার পেনাল্টি শটটি আটকে দিয়েছিলেন বার্সা গোলরক্ষক মার্ক টের স্টেগেন। কিন্তু ভিডিও অ্যাসিসেন্ট রেফারি (ভিএআর) শেষ পর্যন্ত সেটি বাতিল করে। এবার স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান সাউল নিগুয়েজ।
প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে পেনাল্টি পায় বার্সা। নেলসন সেমেডোকে বক্সে ফেলে দেন অ্যাথলেটিকোর ডিফেন্ডার ফেলিক্স। জান অবলাককে বোকা বানিয়ে পানেনকা শটের মাধ্যমে ক্যারিয়ারের ৭০০তম গোল তুলে নেন মেসি।
ম্যাচের ৬২ মিনিটে আবারো পেনাল্টি পায় অ্যাথলেটিকো। তবে এবারের সিদ্ধান্তটি যথেষ্ট বিতর্কিত ছিল। এসবে মাথা না ঘামিয়ে দলের ও নিজের দ্বিতীয় গোল তুলে নেন সাউল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ে দুই দল।
এই নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট ভাগ করলো বার্সেলোনা। একইসঙ্গে চলতি লিগে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে এলো বার্সা। সমান সংখ্যক ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকোর পয়েন্ট ৫৯। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।
The post বার্সার শিরোপা স্বপ্নে বড় ধাক্কা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZsIau7
No comments:
Post a Comment