এসএম বাচ্চু: সবুজ পরিবেশ গড়তে আজীবন মেয়াদী এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তালার বৃক্ষবন্ধু কোহিনুর ইসলাম শেখ। বৃক্ষবন্ধু কোহিনুর ইসলামের নেশা এখন বৃক্ষরোপন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, প্রাকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি প্রায় ১২ বছর যাবৎ বৃক্ষরোপন করে যাচ্ছেন।
সাতক্ষীরা জেলার তালা উপজেলা আটারই গ্রামের মৃত আয়জুদ্দীন শেখের ছেলে কোহিনুর ইসলাম শেখ (৪৮) নিজ এলাকায় প্রথমে বাবলা ও খৈ গাছের হাজার হাজার চারা রোপন করেন।
গত ৫-৭ বছর ধরে উপজেলার আগোলঝাড়ার, ঝুঁড়িঝাড়া মাঠের পাশ দিয়ে তালা ব্রিজ সংলগ্ন এলাকায়, ঝাউতলা মাদ্রাসা থেকে খেজুরবুনিয়া বাজার পর্যন্ত, ইসলামকাটি সরকারি পুকুরপাড়, তালার গোপালপুর খোলা জানালা (ইকোপার্ক) সহ বিভিন্ন রাস্তার পাশে প্রায় ৪০ হাজার তালবীজ রোপন করেছেন।
এছাড়া ইতোমধ্যে তিনি নিজের অর্থায়নে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে শুভাশুনি বাজার হতে বিনেরপোতা ব্রিজ পর্যন্ত রাস্তার দু’পাশে ১৫ কিলোমিটার তালের বীজ রোপন করেন। গাছগুলো এখন দৃশ্যমান।
বৃক্ষবন্ধু মো: কোহিনুর ইসলাম শেখ দরিদ্র পরিবারের সন্তান। তিনি সংসার চালানোর পাশাপাশি নিজের উপার্জনের কিছু জমানো টাকা দিয়ে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে চলাচ্ছেন তার এই নীরব বৃক্ষ রোপন অভিযান। পরিবারের নানা অভাব অনটনেও তার এ বৃক্ষ রোপন কর্মসূচি কখনো থেমে যায়নি। কেউ কেউ তাকে বৃক্ষ পাগল, বৃক্ষবন্ধু, পরিবেশ যোদ্ধা, সাদা মনের মানুষ হিসেবেও ডাকেন।
বৈশ্বিক তাপমাত্রা জলবায়ু পরিবর্তন ইত্যাদির ক্ষতির ব্যাপকতা রোধ করে আগামী প্রজন্মের বসবাসের উপযুক্ত পরিবেশ এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে মো: কোহিনুর ইসলাম এই বৃক্ষ বিপ্লব চালিয়ে যাচ্ছেন। তার এই সামাজিক কর্মকান্ড দেশের উপকূলীয় অঞ্চলে সবুজ বাংলাদেশ গড়ার জন্য কোহিনুর ইসলাম এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বৃক্ষবন্ধু কোহিনুরের ভবিষ্যত পরিকল্পনা হলো: তালা ব্রিজ সংলগ্ন এলাকায় থেকে জেঠুয়াবাজার পর্যন্ত তিন কিলোমিটার ও ইসলামকাটি বাউখোলা থেকে বদরময় এলাকা পর্যন্ত দুই কিলোমিটার তালের বীজ রোপন করবেন বলে জানিয়েছেন। এছাড়াও তার জীবদ্দশায় তিনি ৫ লক্ষ তাল গাছ রোপণ করবেন ।
বৃক্ষবন্ধু মো: কোহিনুর ইসলাম বলেন, ১২ বছর বয়স থেকে আমি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপন করে আসছি। এই কার্যক্রম করে আমি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি যা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। জ্ঞানীগুণী লোকেরা বলেন তার গাছ বজ্রপাত রক্ষা ও সরকারের ভবিষ্যতে রাজস্ব আদায়ের একটি অংশ হিসেবে কাজে লাগাবেন বলে তিনি মনে করেন।
সরকারিভাবে সার্বিক সহযোগিতা পেলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ শ্যামল ও সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই এবং সাতক্ষীরা জেলা থেকে বাংলাদেশকে বিশ্বের সবুজ রোল মডেল হিসেবে তুলে ধরতে জীবনের শেষদিন পর্যন্ত এমন কার্যক্রম চালিয়ে যাবেন বলে তিনি অভিব্যক্তি প্রকাশ করেন।
তালা উপজেলা বনবিভাগের কর্মকর্তা মো: ইউনুচ আলী বলেন, কোহিনুর ইসলাম একজন বৃক্ষবন্ধু হিসেবে আমরা জানি। সরকারিভাবে তাকে সাহায্য সহযোগিতা অব্যাহত আছে।
সামাজিক বন বিভাগ সাতক্ষীরা বনবিভাগের জিএম মারুফ বিল্লাহ জানান, আমরা শুনেছি তালা উপজেলায় এমন একজন লোক নিজ উদ্যোগে গাছ রোপণ করেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একদিন তালের বীজ রোপন করার সময় আমরা গিয়েছিলাম। এটা নি:সন্দেহ গুরুত্বপূর্ণ অবদান। জেলার সবাই তাকে অনুসরণ করলে এদেশ একদিন সবুজ দেশে পরিণত হবে।
The post বৃক্ষবন্ধু কোহিনুর ইসলাম রোপন করেছেন ৪০ হাজার তালের বীজ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3BP9sNP
No comments:
Post a Comment