মোঃ ইয়ারুল হক
চলার পথে কোন একক্ষনে
হঠাৎ তোমায় মনে দেখি,
এভাবেই চলে দেখার ছলে
বহু দিবানিশি অন্তরের কোণে,
মনে হয় জায়গা করে খনেখনে
এরই নাম ভালবাসা।
কতদূরে দুজনে তবুও মনে হয়
আসবে তুমি অদূরে,
পথপানে চেয়ে থাকি দিবানিশি
মোবাইলে রিংটোন বেজে ওঠে
আপন টানে কথা হবে মনে হয়,
তবুও হয় না কথা বহুদিন
হঠাৎ মোবাইলে কথা হলে
কেটে যায় বেলা,
এভাবেই চলে দুজনের অন্তরের মেলা।
আপন মনে জায়গা করে
দুজনের অন্তরে
এরই নাম ভালবাসা।
মাঝে মাঝে মনে হয় কত কাছে
আবার মাঝে মাঝে মনে হয় অনেক দুরে
তবুও চেয়ে রই পথপানে,
হঠাৎ বৃষ্টি ভেজা চুলে
অন্তরে দোলে সুরের ভেলায় পুরো বেলা
কথায় গল্পে আড্ডায় চলে সারাবেলা
তবুও মেটেনা নেশা
এরই নাম ভালবাসা।
অপেক্ষা আর ত্যাগ রয় অন্তরে
স্বপ্ন দেখি দুজন দুজনারে
কেটে যায় রাত কেটে যায় বেলা
তবুও মনে হয় কিছু সময়
হয়তো বিধাতা রেখেছে দুজনার
হয়তো এটাই ভালবাসা।।
The post ভালবাসা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3j2APLW
No comments:
Post a Comment