Wednesday, July 28, 2021

আশাশুনিতে জোরপূর্বক ঘেরের বেড়িবাধ কাটতে বাঁধা দেওয়ায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: আশাশুনির খাজরায় জোরপূর্বক ঘেরের বেড়িবাধ কাটাতে বাঁধা দেওয়ায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খাজরা ইউনিয়নের দেয়াবর্ষিয়া গ্রামে। এঘটনায় আহত ভোলানাথ গাইন ও তার স্ত্রী কনিকা গাইনসহ কয়েকজন আশাশুনি হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রবল বর্ষণে এলাকার মৎস্যঘের তলিয়ে গেলে সকালে ভোলানাথ গাইনের স্ত্রী কনিকা গাইন তার মৎস্য ঘেরে গিয়ে দেখেন ওই এলকার মৃত ধীরেন্দ্রনাথ মন্ডলের পুত্র বিমল মন্ডল তার ঘেরের আইল কেটে তছনছ করে দিচ্ছে। এতে বাঁধা প্রদান করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। কানিকা রাণী বিষয়টি তার স্বামী ভোলানাথকে জানালে তারা উভয় আবার ঘের রক্ষার জন্য দ্রæত ছুটে এসে ঘের বেড়িবাধ কাটতে বাঁধা প্রদান করে। এসময় বিমল মন্ডলের নেতৃত্বে অরুন মন্ডল, স্বপন মন্ডল, সমিত মন্ডল, সুভাষ মন্ডল অসহ ১৫-২০জন এসে তার উপর হামলা করে ও ঘেরের গলদা চিংড়ি মাছ জাল দিয়ে ধরে লুট করে দিয়ে যায়। ভোলানাথ জানান, প্রতিপক্ষরা ইতোপূর্বে আমার ঘেরের মোটর চুরি করেছে। আজ আমার আমাকে হত্যার উদ্দেশ্যে ঘেরে পানিতে চুবাইতে থাকে। এসময় আমার প্রতিবেশীরা আমাকে ঠেকাইতে আসলে তারা তাদেরকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে।
প্রত্যক্ষদর্শি ছবি রাণী গাইন, মধু গাইন, কনিকা ও কালিমতি গাইন জানান দীর্ঘদিন ধরে ভোলানাথ গাইন উক্ত ঘেরটি করে তার সংসার জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু মামলাবাজ বিমল গংদের কুনজর পড়েছে ভোলানাথ গাইনের উপর। তার ঘের দিয়ে জল সরানোর পাইপথাকলেও তারা জোরপূর্বক গায়ের পড়ে তার ঘেরের আইল কেটে নদীর সাথে একার করে দিয়ে তার অন্ততপক্ষে দেড়লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। আশাশুনি থানার ডিউটি অফিসার জাহিদুজ্জামান জানান, ভোলানাথ মন্ডল বাদী হয়ে একটি এজাহার থানায় দায়ের করেছে। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

The post আশাশুনিতে জোরপূর্বক ঘেরের বেড়িবাধ কাটতে বাঁধা দেওয়ায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2UQjY71

No comments:

Post a Comment