Wednesday, July 28, 2021

কুখরালীতে আশ্রায়ন প্রকল্পের ঘর পাওয়ার দাবিতে ভূমিহীন সমিতির সভা https://ift.tt/eA8V8J

শহরের কুখরালীতে আশ্রায়ন প্রকল্পের ঘর পাওয়ার দাবিতে জেলা ভূমিহীন সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জুলাই) বিকালে কুখরালী ফুটবল মাঠ সংলগ্ন মোড়ে এ আলোচনা সভা সংগঠনের সদস্য সুফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সদস্য কেনা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এ সময় আব্দুর রশিদ, ইয়াছিন, রাবেয়া খাতুন, সুফিয়া খাতুন, সালেহা, রুবিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভূমির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র ভূমিহীন সদস্যদের ঘর উপহার দেওয়ার প্রক্রিয়া চলমান রেখেছেন। এই প্রক্রিয়ায় জেলার ১ হাজার ৪৮৫ জন ঘর বরাদ্দ পেলেও এর বাইরে রয়েছে অগণিত হতদরিদ্র ভূমিহীন পরিবার। সেই পরিবারগুলোর সঠিক তালিকা প্রস্তুত করে আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানান বক্তারা। প্রেসবিজ্ঞপ্তি

The post কুখরালীতে আশ্রায়ন প্রকল্পের ঘর পাওয়ার দাবিতে ভূমিহীন সমিতির সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lkvMJB

No comments:

Post a Comment