পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার ধানদিয়ায় পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের ধানদিয়া কাটাখালী গ্রামের স¤্রাট হোসেনের পুত্র মুজাহিদ হোসেন (আড়াই বছর) বাড়ির পার্শ্ববর্তী ঘেরের পানি নিষ্কাশনের পাইপের মধ্যে পড়ে তার মৃত্যু হয়।
প্রতিবেশিরা জানান, বুধবার সকাল ১১টার দিকে মুজাহিদকে নিয়ে তার ছোট চাচা ইস্রাফিল বাড়ির পশ্চিম পাশে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে যায়। এ সময় মুজাহিদকে ঘেরের ভেঁড়ির উপর রেখে তার চাচা জাল পাততে গেলে সে সবার অজন্তে ঘেরের পানি নিষ্কাশনের পাইপের মধ্যে পড়ে যায়।অনেক খোজা খুজির এক পর্যায় মৃত্যু অবস্থায় পাইপের মধ্যে থেকে বের করে তার পিতা স¤্রাট হোসেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
The post পাটকেলঘাটায পানিতে ডুবে শিশুর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3zOJhov
No comments:
Post a Comment