সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পার মাছখোলা এলাকার মো: আমিনুর রহমানের স্ত্রী অসুস্থ মাজেদা বেগমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান। গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও অর্থের অভাবে চিকিৎসা সেবা নিতে পারছিলেন না মাজেদা বেগম। তার এ শারীরিক দুরাবস্থার কথা জানতে পেরে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ব্যক্তিগত উদ্যোগে তার উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এগিয়ে আসেন।
এ বিষয়ে মাজেদা বেগমের স্বামী মো: আমিনুর রহমান বলেন, আমি টাকার অভাবে আমার স্ত্রীর চিকিৎসা করাতে পারছিলাম না। একথা জেনে ছাত্রলীগের ভাইয়েরা এসে আমার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যান, প্রয়োজনীয় টেস্ট করান, ঔষধ ও পুষ্টিকর ফল কিনে দেন। তারা সার্বক্ষণিক আমাদের খোঁজ-খবর রাখছেন।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদনের পর থেকেই নানাবিধ সামাজিক ও মানবিক কাজ চলমান রয়েছে। প্রেসবিজ্ঞপ্তি
The post অসুস্থ মাজেদার চিকিৎসার দায়িত্ব নিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3BQ1V14
No comments:
Post a Comment