Friday, July 30, 2021

তোমাকে স্মরণ করে https://ift.tt/eA8V8J

তপন বৈদ্য

দেব ভাষার জটাজাল ছিন্ন করে
ভগীরথের শঙ্খধ্বনিতে তুমি এলেÍ
অন্ত্যজ বাংলার তটভূমে।
আছড়ে পড়লো তোমার ফেনিল তরঙ্গ,
প্রাণ পেল সাগর রাজার দশহাজার সন্তান।

মানুষের সংগ্রামের ইতিহাসে- কালের পথে
বার বার ক্ষত-বিক্ষত তুমি
আপন অস্তিত্বের সংকটে !
তবুও সৃষ্টির বেলাভূমিতে
তরঙ্গায়িত তুমি।
সভ্যতার অহমিকায় একান্ত সংযমী তুমি,
ঘোষণা করেছো বিশ্ব শান্তির বাণী।

তোমাকে ঘিরেই বাঙালির আবেগ
মিশে আছে বাংলার মৃত্তিকায়।
তোমার স্বাধীনতায় রক্ত দিয়েছে-
সালাম – বরকত – রফিক – জব্বার!
তোমার ভাষাতেই নৌকা মাঝি
উজান দিয়েছে পাড়ি-
তোমার ভাষাতেই মাঠের স¤্রাট-
ভরিয়েছে লক্ষ্মীর আড়ি।
উদাস বাউল একতারা হাতে-
গেয়ে গেছে জীবনের গান।
তোমার ভাষাতেই মধুকবি
রেখেছে নিজের মান।
তোমার ভাষাতেই মানুষের কবি
আজও রবীন্দ-নজরুল-
বিশ্বকবির নিপুন তুলিতে-
ফুল হয়ে ফুটে,
এনেছো তুমি বাঙালির সম্মান।

তোমাতেই তাই সঁপিয়েছি আমরা
ধর্মের ব্যবধান।
নাহি বিভেদ, নাহিকো দ্বেষ
প্রাণের আবেগে একসাথে তাই-
গেয়ে চলি জীবনের জয়গান।

 

The post তোমাকে স্মরণ করে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zYzuN3

No comments:

Post a Comment