ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে তাকে গুলশানের বাসা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টা চালিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। গ্রেফতারের সময় তার বাসা থেকে মাদক, ওয়াকিটকি, হরিণের চামড়া উদ্ধার করা হয়।’
এ ব্যাপারে বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলেও জানান খন্দকার আল মঈন।
The post একাধিক মামলা হচ্ছে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lggQMi
No comments:
Post a Comment