সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে শহর জমঈয়তে আহলে হাদীস জামে মসজিদে ঈদুল আজহা পরবর্তী জমঈয়ত ও মসজিদ কমিটির যৌথ এক মিটিং এ প্রতাপনগর ইউনিয়নের বানভাসিদের ত্রাণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিগত ২০২০ সালের ন্যায় এ বছরও ঐ এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। মসজিদের পক্ষ হতে ২৫ হাজার ও অন্যান্য সদস্যবৃন্দ আরও ১৬ হাজার টাকা ঐ এলাকার প্রতিনিধি ইঞ্জি: জোবায়ের হোসেনের হাতে চেক ও নগদ টাকা তুলে দেয়া হয়। ২৭ জুলাই এলাকার বাছাইকৃত সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, সাতক্ষীরা জেলার সভাপতি হাফেজ মাও: আসাদুল্লাহ আল গালিব ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বিন আবুল বাশার। কেন্দ্রীয় শুব্বানের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ। স্থানীয় প্রতিনিধি ইঞ্জি: জোবায়ের হোসেন। এছড়াও সদস্য অধ্যাপক হাবিবুল্লাহ, এসএম এনামুল হক, অধ্যাপক আবুল কাসেম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় ছিলেন সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি এএসএম ওবায়দুল্লাহ গযন্ফর। প্রেসবিজ্ঞপ্তি
The post জমঈয়তে আহ্লে হাদীসের ত্রাণ কার্যক্রম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3rEQg0o
No comments:
Post a Comment