Tuesday, July 27, 2021

ঝাউডাঙ্গায় মন্দিরের জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে হিন্দু সম্প্রদায়ের জগন্নাথদেব মন্দিরের জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দক্ষিণ পাথরঘাটা গ্রামের মৃত রতি কান্তি ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ অভিযোগ করে বলেন, ঝাউডাঙ্গা বাজারে হিন্দু সম্প্রদায়ের জগন্নাথদেব মন্দিরের নামে ১.০২ একর জমি রয়েছে। যা গত সোমবার রাত আনুমানিক ১১ :৪৫ মিনিটে দিকে গোবিন্দকাটি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো: জাকির হোসেন (২৭) ও ওয়ারিয়া গ্রামের রজব আলীর ছেলে শুভ (৩০)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মন্দিরের জমি জবর দখলের চেষ্টায় থানায় অভিযোগ করেছি। রাতে মন্দিরে উপস্থিত সেবায়েত দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয় আমরা সেই রাতে ওইখানে পৌঁছে দখলকারীদের জমি দখলে বাঁধা প্রদান করি। আমাদের বাঁধার মুখে তারা জমি দখল করতে না পেরে হত্যার হুমকি দিয়ে চলে যায়। সন্তোষ কুমার ঘোষ আরো বলেন, বিভিন্ন সময়ে এই কুচক্রীমহলটি মন্দিরের জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ জমি দখলের বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post ঝাউডাঙ্গায় মন্দিরের জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BLsUuX

No comments:

Post a Comment