নিজস্ব প্রতিনিধি: চলমান লকডাউনে ৩৩৩ নম্বর ফোনে সাতক্ষীরা সদর উপজেলার প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৩০০ কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। ৩৩৩ নম্বর ফোনে খবর পেয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক জানান, চলমান লকডাউনে ৩৩৩ নম্বরে ফোন করলে আমরা নাম ঠিকানা যাছাই বাছাই করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার তত্ত¡াবধানে ৩৩৩ নম্বরে ফোন করা প্রায় ৩০০ কর্মহীন দরিদ্র ব্যক্তির বাড়িতে গিয়ে সরকারি বরাদ্দকৃত খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, চলমান লকডাউনে ৩৩৩ নম্বরে অথবা আমার মোবাইল নম্বর ফোনে সরাসরি কল করলে আমরা তাদেরকে যাচাই বাছাই করে ওই কল করা কর্মহীন দরিদ্র ব্যক্তির বাড়িতে সরকারি বরাদ্দকৃত খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি।
The post ৩৩৩ নম্বর ফোনে সাতক্ষীরা সদরে খাদ্য পেলো ৩০০ কর্মহীন পরিবার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3x4MAq4
No comments:
Post a Comment