Friday, July 30, 2021

বাতাস আলোর স্বরলিপি https://ift.tt/eA8V8J

এবাদুল হক
এক বাতাসকে বয়ে যেতে দেখেছিলাম
পথ হাঁটছে বাতাস,ছুঁয়ে দেখছে পথের পাশে অবহেলায়
পড়ে থাকা নুড়ি কিংবা নুড়ির মতো মানুষ।
নুড়ি বুকে জীবাশ্মের মতো জমে থাকা আলো।
প্রান্ত জীবন পথেরর বুক চিরে কথা জীবন্ত জীবন আঁকতে
পারেন জীবন শিল্পী
অরন্যের আলো; বাতাসের গান, মাটির ঘ্রাণ
প্রকৃতির শ্বাস। এই শ্বাসে মিশে আছেযে জীবন ও
যন্ত্রণা। ভাত ফুল তার গন্ধে এক মাটিমাখা যুবক
কলম দিয়েঅক্ষর আঁকে রেল শহরের ঝমঝম।
নগর কারো প্রেমিক হতে
পারে না, বড় জোর পরকীয়া
প্রেম আসলে ভালোবাসা সাধনা হয়ে যায়
নুড়ীর ভিতর জমে থাকা কথা শোনে যে,জীবাশ্ম কথা।
সেই সাধক, ভাল বাসার সাঁই
নদী এক জীবন কাব্যের নাম। নদী যত ভাঙে
উঠে আসে কথা..এক অনন্ত ভ্রমণ
নারী বানাজারার তৃষ্ণা নিয়ে খোঁজে কাঁটা গাছ
একটি আলোর কলম দিগন্ত খাতায় রেখে উড়ে যায় পাখি
এই ভোরে আলোর ডানায় সেই আলোটিকে খুঁজি

 

The post বাতাস আলোর স্বরলিপি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fe9qp6

No comments:

Post a Comment