Friday, July 30, 2021

বাংলার চিরসবুজ গানের পাখি ফকির আলমগীর https://ift.tt/eA8V8J

অরবিন্দ মৃধা
চিরসবুজ গানের পাখি উড়াল দিয়েছে,
শুন্য খাঁচা পড়ে আছে ভবের বাজারে।
গাবেনা আর দরাজ গলায়-
” ও সখিনা গ্যাছোস কিনা ভুইল্যা আমারে”

স্বাধীন বাংলা বেতার কেন্দে, অগ্নিঝরা দিনে,
জাগিয়ে দিলে শক্তি সাহস গণ-মানুষের মনে।
সেই শব্দ সৈনিক গানের মাণিক আর গাবেনারে।
” ও সখিনা গ্যাছোস কিনা ভুইল্যা আমারে”।

আসা যাওয়ার এই জগতে,চলে যাবে সবে, (তুমি)
গানের মধ্যে বেঁচে রবে এই ভবের বাজারে।

দিন-মজুর, শ্রমিক,চাষি,ইট ভাঙানির প্রাণে,
আশার আলো জাগে আজো তোমার গানে গানে-
তারা)সেই সুরের সুধা ছন্দে ছন্দে গাবে বারে বারে –
ও সখিনা গ্যাছোস কিনা ভুইল্যা আমারে।

The post বাংলার চিরসবুজ গানের পাখি ফকির আলমগীর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rNuZ4P

No comments:

Post a Comment