Saturday, July 31, 2021

আশাশুনির মরিচ্চাপ বেইলী ব্রিজে ফের ভাঙন https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির মরিচ্চাপ নদীর উপর নির্মিত বেইলী ব্রিজের পাটাতন (পাত) ভেঙে আবারও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। শনিবার পাটাতনের নাটবল্ট খুলে একটি পাত ভেঙে নিচে চেপে যায়। চাপড়া-আশাশুনি নদীর উপর নির্মিত বেইলী ব্রিজটি বহু দিনের পুরাতন। প্রথমবার ব্রিজটি নষ্ট হয়ে গেলে দীর্ঘদিন চরম ঝুঁকিতে ছিল। দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত ব্রিজটি পুনরায় নতুন করে সংস্কার কাজ করা হলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। কিন্তু না! তারপর থেকে কয়েক মাসের ব্যবধানে নিয়মিত পাটাতন ভেঙে বসে যাওয়ার ঘটনা ঘটে আসছে। এনিয়ে পত্রপত্রিকায় ও টিভিতে খবর প্রকাশের পর সপ্তাহ খানের ধরে তালি-পট্টি দেওয়ার কাজ করে আবার চলাচলের ব্যবস্থা করা হলেও বেশি দিন সেটি টিকে থাকেনা। ৩ মাস পূর্বে ব্রীজের একটি বড় অংশ ভেঙে ইটভর্তি ট্রাক নদীর চরে পড়ে গেলে ব্রিজের ব্যবহার বন্ধ হয়ে যায় এবং সেটি রীতিমত বিভিন্ন পত্র-পত্রিকায়, ইলেক্ট্রনিক মিডিয়ায় এবং ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়। তখন পুনরায় সংস্কার কাজ করা হলে আবার চালু হয় ব্রিজটি। কিন্তু না, বরাবরের মতো ৩ মাসের বেশি টিকে থাকলোনা ব্রিজটি। এবার ব্রিজের একটি পাতের নাটবোল্ট ভেঙে কয়েক ফুট নিচু হয়ে গেছে। ফলে ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্রæত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।

 

 

The post আশাশুনির মরিচ্চাপ বেইলী ব্রিজে ফের ভাঙন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rJdNh1

No comments:

Post a Comment